ক্রীড়া চর্চার মাধ্যমে মাদক সমস্যার সমাধান চায় বিএনপি: ইশরাক হোসেন

১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ AM
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন © সংগৃহীত

বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগের আমলে পরিকল্পিতভাবে ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বিকৃত করে ইতিহাসকে বিকৃতি করার মাধ্যমে দেশকে ভবিষ্যতের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কবি নজরুল ক্রীড়া সংঘ আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে ক্রীড়া চর্চার মাধ্যমে সমাজে বিদ্যমান সর্বগ্রাসী মাদক সমস্যার সমাধান করতে বিএনপি কাজ করতে চায়। শিক্ষার পাশাপাশি ক্রীড়াকে জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই এসব পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরা এবং তা বাস্তবায়নের জন্য নিজ নিজ ইউনিট থেকে সক্রিয় ভূমিকা রাখা সবার দায়িত্ব। এ সময় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

আগামী দিনে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক পথযাত্রায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে ইশরাক হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং তার জন্য দোয়া চান।

এ সময় তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী  হাদীর ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্র ও দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাঁকে ন্যাক্কারজনক হামলার শিকার হতে হয়েছে। তিনি হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।

ইশরাক হোসেন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তিনি দেশে ফিরে জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক এম এ আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল ও কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জহির, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে না ইসির নিবন্ধিত ৯ দল 
  • ১০ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, আজ শুনানি হবে ৭০টি
  • ১০ জানুয়ারি ২০২৬
হোয়াটসঅ্যাপে আরও ক্রিয়েটিভ স্ট্যাটাস দেবেন যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
এআই যুগে সঠিক তথ্য খুঁজে দেবে গুগলের নতুন সেটিং
  • ১০ জানুয়ারি ২০২৬
শীতকালকে মুমিনের বসন্তকাল বলা হয় কেন?
  • ১০ জানুয়ারি ২০২৬
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9