সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ © টিডিসি
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত প্রার্থী, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা থাকা এবং সেটির তথ্য গোপন করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে তার দাবি এ মামলাগুলো ফ্যাসিবাদী আ. লীগের আমলে মিথ্যা অভিযোগে করা হয়েছিল এবং তথ্য দেওয়ার শর্ত ঐচ্ছিক থাকার পরও তিনি তথ্য দিয়েছেন। তার ভাষ্যমতে, তার বিরুদ্ধে ৭০টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার জেলা জামায়াত অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমার মনোনয়নপত্রে আমার বিরুদ্ধে ৭০ টি ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলার তথ্য আমি দিয়েছি। কিন্তু উনারা (নির্বাচন কমিশন) বলেছেন, সম্ভব হলে সেগুলোর কাগজপত্র দেওয়ার। তারিখ ও মূল তথ্য বর্ণনা করতে বলা হয়েছে, সেগুলো করা হয়েছে। কিন্তু কাগজ পত্র জমা দেওয়ার বিষয়টি অনেকটা ঐচ্ছিক।
তিনি বলেন, তারপরও সবকিছু পেশ করেছি। হলফনামায় সবকিছু আছে। যথারীতি আমরা সেটা করেছি। অর্থ সংক্রান্ত ফ্যাসিস্টের চাপিয়ে দেওয়া মামলার মাধ্যমেও জুলুম করেছিল। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আমরা সবকিছু উল্লেখ করেছি। তারপরও নির্বাচন কমিশনের এই পক্ষপাতমূলক আচরণ বন্ধ না হলে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন জাতির জন্য দুর্ভাগ্য ডেকে আনবে।
সংবাদ সম্মেলনে তিনি নিরপেক্ষ তদন্ত, প্রশাসনে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ এবং ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ দাবি করেন।
ড. আযাদ আরও জানান, তিনি ইতোমধ্যে পুনরায় শুনানির আবেদন জমা দিয়েছেন এবং প্রয়োজন হলে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন।
এর আগে, তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, মনোনয়নপত্রে উল্লিখিত তথ্যে গরমিল থাকায় জেলার দুই আসনে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে।
কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কক্সবাজার-২ আসন থেকে মনোনয়ন জমা দেন সাতজন। এর মধ্যে জামায়াত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলার মনোনয়ন এ আসন থেকে বাতিল হয়েছে।
বর্তমানে কক্সবাজার-২ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা পাঁচ। তারা হলেন বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের জিয়াউল হক, খেলাফত মজলিসের ওবাদুল কাদের নদভী, গণ অধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।