তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ AM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ AM
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে স্ট্রোক করে আবুল বশর (৫৫) নামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারস্থ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এই ঘটনা ঘটে।
মৃত আবুল বশর ইছাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক গ্রামের জালাল আহমেদ বাড়ির বাসিন্দা মৃত আহাম্মদের হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর তারেক রহমানের আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কার্যালয়ে পৌঁছানোর পর আবুল বশর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইছাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “মিছিল শেষে দলীয় কার্যালয়ে পৌঁছানোর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উনাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, সন্ধ্যায় আবুল বশর নামে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে, প্রাথমিককভাবে ধারনা করা হচ্ছে স্ট্রোক করে মৃত্যু হতে পারে। আমরা প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আবুল বশরের আকস্মিক মৃত্যুতে জানিয়েছেন তার ইউনিয়নসহ উপজেলার নেতাকর্মীবৃন্দ।