ছয় স্তরের কঠোর নিরাপত্তায় থাকছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নিরাপত্তা ঘিরে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার আগমন ও চলাচল নির্বিঘ্ন রাখতে ছয় স্তরের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ছাড়াও একাধিক গোয়েন্দা সংস্থা এই নিরাপত্তা পরিকল্পনায় যুক্ত রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পুরো রুট জুড়ে থাকছে কড়া নজরদারি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিমানবন্দরের ‘ইয়োলো জোন’ থেকে পুরো ১২ ঘণ্টা ছায়ার মত তার চারপাশে ঘিরে ছিলো সেনাসহ আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন সংস্থার সদস্যরা। নিরাপত্তার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতাল, বিমানবন্দর এলাকা ও ৩০০ ফিট সড়কের আশপাশে নিবন্ধনবিহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা বিভাগ থেকে প্রায় দেড় থেকে দুই শতাধিক সাদা পোশাকের সদস্য কনভয়ের সঙ্গে যুক্ত থাকছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও সার্বিক নিরাপত্তা তদারকিতে থাকছে।

সমাবেশস্থলের নিরাপত্তা নিয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। মঞ্চের উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১৫ ফুট। সম্ভাব্য স্নাইপার হামলা বা গ্রেনেড নিক্ষেপের ঝুঁকি বিবেচনায় মঞ্চের অবস্থান একাধিকবার পরিবর্তন করা হয়। প্রতিবারই নিরাপত্তা বাহিনী স্নাইপার হামলা প্রতিরোধে মহড়া চালিয়েছে। মঞ্চের চারপাশে স্থাপন করা হয়েছে বুলেটপ্রুফ কাচ।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই। সব সংস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বলেন, চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স (সিএসএফ), সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ইউনিট, ডিবি, র‌্যাব, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে। আশপাশের উঁচু ভবনের ছাদেও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, জনসমাগম এড়াতে অভ্যর্থনা স্থল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আলাদা নিরাপত্তা বলয় থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি দশ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তা কাজে সহায়তা করবেন। তার দেশে ফেরার প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই কেবিন ক্রু সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানা গেছে।

জামায়াত আপনাকে ভিসি রাখবেনা, বিএনপি আসলেও না: ইবি উপাচার্যক…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন করব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের অভিযোগে যে প্রতিক্রিয়া জানাল জামায়াত
  • ১৬ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে অধ্যাপক ড. দেলো…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেফতার
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা’ খালেদা জিয়ার মৃত্যুর কারণ কিনা, …
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9