হাদির জন্য প্রস্তুত তার আকাঙ্খার ‘খুবই সাধারণ একটা কফিন’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি  © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য প্রস্তুত করা হয়েছে তার নিজ আকাঙ্ক্ষিত ‘খুবই সাধারণ একটা কফিন’। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা এই নেতা জীবদ্দশায় তার কফিন সম্পর্কে যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটিই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক এক স্ট্যাটাসে বলা হয়, মৃত্যুর আগে শরিফ ওসমান হাদি বলেছিলেন, ‘হারাম খাইয়া আমি এতো মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল র-ক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন: সিঙ্গাপুরে হবে না ওসমান হাদির জানাজা: হাইকমিশন

এর আগে সংগঠনটি জানায়, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করার কথা রয়েছে মরদেহবাহী ফ্লাইটটির। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর সম্ভাব্য অবতরণের সময় নির্ধারিত রয়েছে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে।

তারও আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ মরদেহ দেশে আনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শরিফ ওসমান হাদির আকাঙ্ক্ষিত ‘খুবই সাধারণ একটা কফিন’ প্রস্তুতের মধ্য দিয়ে তার জীবনদর্শন ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করছেন তার সহকর্মী ও অনুসারীরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!