নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী, বললেন ‘পরিবেশ অনুকূল নয়’

জরুরি সংবাদ সম্মেলনে রক্তব্য রাখছেন মাসুদুজ্জামান মাসুদ
জরুরি সংবাদ সম্মেলনে রক্তব্য রাখছেন মাসুদুজ্জামান মাসুদ  © সংগৃহীত

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অনুকূল পরিবেশ না থাকা এবং পারিবারিক চাপের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘গত পাঁচ-ছয় মাসের অভিজ্ঞতা থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এলাকার পাড়া-মহল্লায় গিয়েছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নিয়েছি এবং মানুষের সমর্থনও পেয়েছি। কিন্তু তারপরও আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি না। আমি মনোনয়নপত্র কিনব না। এতে আপনাদের মন ভেঙে যেতে পারে।’

আরও পড়ুন: আজ লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি

তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি জানি, আপনারা কতটা কষ্ট পাচ্ছেন। আপনাদের স্বপ্ন ও আশার জায়গা ছিলাম আমি। সেই আশা পূরণ করতে না পারায় আমি দুঃখিত। এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য মোটেও সহজ ছিল না। ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।’

মাসুদুজ্জামান স্পষ্ট করে বলেন, ‘দল থেকে আমার ওপর কোনো ধরনের চাপ, নির্দেশনা কিংবা হুমকি দেওয়া হয়নি। তবে ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ উদ্যোগে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে আমি সেই দায়িত্ব ধরে রাখতে পারলাম না। এ জন্য আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘পরবর্তীতে দল যাকেই মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করব এবং দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানাব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence