তৃতীয় মেয়াদে শপথ নিলেন জামায়াত আমির

২৮ নভেম্বর ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৭:১৯ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৮ মেয়াদে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ডা. শফিকুর রহমানকে শপথ পাঠ করালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

এর আগে গত ২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তৃতীয় মেয়াদে ডা. শফিকুর রহমানের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামী। এর আগেরদিন ১ নভেম্বর রাতে জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে দলের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন জানায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র দু’জন। তারা হলেন- অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার নতুন কার্যকালের সূচনার অংশ হিসেবে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমির হিসেবে শপথ নেবেন ডা. শফিকুর রহমান।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করা হয়। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয়।

ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার বাবা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মা মরহুমা খাতিরুন নেছা। বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায় বসবাস করছেন তিনি।

শিক্ষাজীবনে ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে শিক্ষাজীবন শেষে চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন।

রাজনীতির শুরুতে তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৭৩ সালে সংগঠনে যোগ দেন। পরে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করে সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ধীরে ধীরে সিলেট শহর, জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার আমির হন তিনি। পরবর্তীতে ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হওয়ার পর এবার তৃতীয়বারের মতো দলের শীর্ষ নেতৃত্বে আসীন হচ্ছেন ডা. শফিকুর রহমান।

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9