বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কলংকমুক্ত হওয়া শুরু করলো: আবরার ফাইয়াজ

১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ PM
আবরার ফাইয়াজ

আবরার ফাইয়াজ © সংগৃহীত

বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আজ কিছুটা হলেও কলংকমুক্ত হওয়া শুরু করলো বলে মন্তব্য করেছেন আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায় ঘোষনার পর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, আজ মজলুমদের বিজয়ের দিন। ১৭ বছর ধরে নির্যাতিত জাতি বিচার পাওয়া শুরু করলো। পিলখানা, শাপলাচত্বর গণহত্যা, যুদ্ধাপরাধী বিচারের নামে বিচারবিভাগীয় হত্যাকাণ্ড, রায় পরবর্তী সময়ে পাখির মতো মানুষ হত্যা, বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ১৭বছর ধরে গুম-খুন, মোদী বিরোধী আন্দোলনে গুলি করে হত্যা, কোটাবিরোধী বা নিরাপদ সড়ক আন্দোলনের সময়ে চালানো হত্যাকাণ্ড আর ২৪এর জুলাই গণহত্যাসহ হাজারো হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড আজ মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আজ কিছুটা হলেও কলংকমুক্ত হওয়া শুরু করলো।

তিনি আরও লিখেন, ভাইয়াকে মারার পরে ছাত্রলীগের ২৫জনকে আসামী করে বিচার হলেও, এই ২৫জনকে যারা খুনি হয়ে উঠার সম্পূর্ণ সুযোগ করে দিয়েছিলো তাদের বিচার ছাড়া কখনোই তা পূর্ণতা পেতো না। তাই উছিলা পাঁচটা অভিযোগ হলেও আজকে বিচার পাচ্ছে আমাদের মতো দেশের হাজারো পরিবার। অবশ্য হাসিনা ও তার বাহিনীর প্রকৃত বিচার আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো আদালত করতে পারবে না।

হাসিনাকে ফেরত আনা যাবে কিনা তা আল্লাহই জানেন। তবে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের যে কান্নাকাটি দেখছি, হাসিনাপুত্র জয় যেভাবে তার মা'কে ভারতের গোলাম শাসক বলে স্বীকার করছে, তা-ই বলে দেয় আমাদের খুশি কেন হওয়া উচিত। এখন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে কী বলে দেখার অপেক্ষায় রইলাম বলে পোস্টে লিখেন তিনি।

ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
  • ২২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬