বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু

০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩০ PM
নিহত ছাত্রদল নেতা তানজিন আহমেদ মিঠু

নিহত ছাত্রদল নেতা তানজিন আহমেদ মিঠু © ফাইল ছবি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন আর কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। নিহতের নাম তানজিন আহমেদ মিঠু। তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

এ ঘটনায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) বিকালে জেলার গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। মনোনয়ন বঞ্চিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরন। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে রেলপথ অবরোধ, সড়ক অবরোধ করে আগুন দেয়ার মত কর্মসূচি পালন করে আসছিলেন। রবিবার বিকালে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরনের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্য বাজারে।

একই সময়ে দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়। দুই গ্রুপের সংঘর্ষে মঞ্চ, চেয়ার মোটরসাইকেল ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এসময় ভাঙচুর করা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল বের করে মালামালে আগুন দেয়ার ঘটনা ঘটে। হিরনের সমর্থকদের দাবি তাদের অন্তত ৩০ জন এবং ইকবাল পক্ষের দাবি তাদের গ্রুপের ১০ জন আহত হয়েছে।

এদিকে, গতকাল শনিবার (৮ ডিসেম্বর) রাতে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমর্থক ও জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। এ ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০টি রামদাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামীম (২৯), মো. মামুন (২৫), মো. হাবিব (১৯) এবং আফাজ (২২)। তারা স্থানীয় কাউরাট এবং পূর্বদাপুনিয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপুর অভিযোগ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। তার পক্ষে অবস্থান নেওয়ার কারণে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা আমার ব‍্যক্তিগত কার্যালয়ে শনিবার রাতে হামলা চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুরসহ ২ জনকে আহত করা হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বিএনপির মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, যে বা যারাই হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় গৌরীপুরে বিএনপির দলীয় প্রার্থীর সমর্থক ও উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিন আহমেদ মিঠুকে হাসপাতালে নেয়া হরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারি, সর্ব…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ঢাবির ৪০ হাজার ভোক্তাকে পুঁজির হাতে তুলে দেওয়া জামায়াতিদের …
  • ১৮ জানুয়ারি ২০২৬
ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান কী, স্পষ্ট করলেন ইশরাক হোস…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফেসবুকে জনপ্রিয়তা বেড়েছে তারেক রহমানের, উঠে এসেছেন শীর্ষ ১০…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9