হিন্দু যুবকরা এবার দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে, আশা জামায়াত নেতার

৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৬ PM
মিয়া গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার © ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে দেশে ইসলামী সরকার প্রয়োজন। আমরা ক্ষমতায় গেলে প্রয়োজনে ইসলামী সরকার গঠন করব।’ এবার হিন্দু যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে বলেও আশা প্রকাশ করেন এই জামায়াত নেতা।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর সনাতন শাখার আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘স্বাধীনতার পর থেকে সব সরকারই হিন্দুদের ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। এবার তাই হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে ইসলামী সরকার প্রয়োজন। যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবে না। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।’

তিনি বলেন, ‘৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা মাস্তান, দখলদার, চাঁদাবাজরা সরকারের সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষণ করেছে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে ইনশাল্লাহ।’

আরও পড়ুন: জোনায়েদ সাকির সঙ্গে প্রথম দেখাতেই তাঁর প্রেমে পড়ে যাই: মির্জা ফখরুল

দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা সেই পরিবর্তন আনতে চাই। লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকী আছে সেটি হচ্ছে জামায়াতের দাঁড়িপাল্লা।’

গোলাম পরওয়ার বলেন, ‘দেড় হাজার জীবন, ৪০ হাজারের আহতের মধ্য দিয়ে চব্বিশের পরিবর্তনে ঢাবি, চবি, রাবি, জাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও সেই বার্তা দেশবাসী দেখাবে ইনশাল্লাহ।’ জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরে গণভোট আয়োজন করে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দেয়ারও দাবি জানিয়েছেন তিনি। 

‘তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙ্গা-গড়া হয়েছে, তরুণরাই সেইসব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। ডুমুরিয়ার এই ৫০ বছরের দুঃশাসন, অব্যবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা, যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে’, আরও বলেন তিনি।  

সম্মেলনে উপজেলা হিন্দু কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী বলেন, ‘নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মিয়া গোলাম পরওয়ারকে দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে হবে।’

এদিকে, এই সম্মেলনকে কেন্দ্র করে ডুমুরিয়ার ১৪টি ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র সহকারে খন্ড খন্ড মিছিল অনুষ্ঠানস্থলে আসতে থাকে। এসব মিছিলে হিন্দু সম্প্রদায়ের বহু নারী-পুরুষ ও যুবক অংশ নেন।

উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও অতিরিক্ত জিপি অ্যাডভোকেট আবুল খায়ের, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোসলেম উদ্দিন, শরাফপুর সর্বজনীন পূজা মন্দিরের ঘোসাই সাধু প্রমথ গাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার এবং প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল।

প্রতিদ্বন্দ্বিতা ছাড়ায় নির্বাচিত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ?
  • ১৭ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক: …
  • ১৭ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোয়নপত্র স্থগিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
এনএসইউতে স্প্রিং সেমিস্টার-২০২৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৭ জানুয়ারি ২০২৬
মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9