আওয়ামী লীগকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট করতে বললেন কৃষক দল নেতা

৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ PM
বক্তব্য রাখছেন জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তোসি

বক্তব্য রাখছেন জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তোসি © সংগৃহীত

‘আওয়ামী লীগের ভাইদের’ সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কার প্রচারণা চালাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তোসি। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশীদের পক্ষে এই বক্তব্য দিয়েছেন তিনি। বলেছেন, ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট করে হারুনুর রশীদকে এমপি বানাতে পারলে ইউনিয়নের মুখ উজ্জ্বল হবে।

গত ২৪ অক্টোবর জেলার মহারাজপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধি সম্মেলনে তোসি এসব কথা বলেন। সম্প্রতি এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা হারুনুর রশীদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এর আগে ১৯৯৬ সালে ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম এবং সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার গ্রামের বাড়ি মহারাজপুর ইউনিয়নে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তোসি বলেন, ‘এই ইউনিয়নে আওয়ামী লীগের ভাইয়েরাও আছেন, আছেন না? নৌকা মার্কা? নৌকা মার্কা তো এখন নাই। তাইলে আওয়ামী লীগের ভাইদেরকে আপনারা সাথে নিয়ে নিবেন। তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট করতে হবে। পারবেন না? পারবেন তো?’ এ সময় উপস্থিত নেতাকর্মীদের ‘ইনশাআল্লাহ’ বলতে শোনা যায়।

কৃষক দল নেতা তোসি বলেন, ‘আপনারা বলবেন যে (হারুনুর রশীদ) আমাদের ইউনিয়নের সন্তান, আমাদের ইউনিয়নের ছেলে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট করে তাকে আমরা এমপি বানাতে পারি, তাহলে যেমন আমাদের ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হবে- সেভাবে আমাদের ইউনিয়নের অনেক সুনাম অর্জন হবে। আমাদের ইউনিয়নের মুখ উজ্জ্বল হবে। এই কারণে আমাদের ধানের শীষে ভোট করতে হবে। পারবেন না আপনারা?’

তিনি বলেন, ‘মহারাজপুরের মানুষকে শুধু ভোট দিলে হবে না, ভোট করতে হবে। ১৪টা ইউনিয়ন ও পৌরসভায় অনেক আত্মীয় স্বজন আছে। সবার কাছে চেষ্টা করতে হবে, তদবির করতে হবে।’

এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোরআনে হাত রেখে ভোট চাইছেন বলেও অভিযোগ করেন তিনি।

ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9