আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির

০৭ অক্টোবর ২০২৫, ০২:৩৮ PM
মুফতি আমির হামজা ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির

মুফতি আমির হামজা ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির © সংগৃহীত

একটি পর এক বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জনপ্রিয় ওয়ায়েজিন মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে অশালীন মন্তব্য এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে ১৬ বছর ধরে আজান দিতে দেওয়া হয়নি’—এমন ভিত্তিহীন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার পর ফের সমালোচনায় উঠে এসেছেন তিনি। সেই মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ অবস্থার মধ্যেই তার আরও একটি বিতর্কিত বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এক মাহফিলে আমির হামজা বলেন, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত।’ এই বক্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

তবে তার এই বক্তব্যের সঙ্গে একমত নন একই দলের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে আমির হামজার বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, ‘তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারপরেও তিনি আবার এমন আরেকটি বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে থাকবে এ ধরনের প্রপাগান্ডা ঠিক নয়। আই ডোন্ট থিংক ইটস গুড।’

শিশির মনির আরও বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা এখনো শুনিনি। তবে আজ এখান থেকে বের হয়ে আমি সেটি দেখবো এবং আমার সংগঠনের বা দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের নজরে বিষয়টি আনবো। এমনকি আমি নিজেও যদি এমন কোনো বক্তব্য দিয়ে থাকি, তাহলে যেন তা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়।’

বেফাঁস বক্তব্য ও ধর্মীয় বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে ভোট প্রভাবিত করার এমন চেষ্টায় একদিকে যেমন সমালোচনার তোপে পড়েছেন মুফতি আমির হামজা, তেমনি বিব্রত হয়েছে তার দল জামায়াত ইসলামিও। দলীয় প্রার্থীই প্রকাশ্যে তার বক্তব্যের সমালোচনা করায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।

‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9