১৬ বছর ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী

০৫ অক্টোবর ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:২২ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গত ১৫-১৬ বছরে ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে।

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমার বিশ্বাস আমরা যদি শিক্ষাব্যবস্থায় সেই ব্যবস্থা গড়ে তুলতাম যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে। তারা ছাত্রদেরকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারে বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রে। বিগত সময়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি। শুধু লোক দেখানো কাজ করা হয়েছে।

তিনি বলেন, আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে যারা রেসিং কার তৈরি করেছে তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন হলে তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছে এবারও থাকছে না রুয়েট, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাণ করা শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইইউটির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান। পরে, শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্ত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬