বিমানবন্দরে এনসিপি নেতাদের হাতে লাঞ্ছিত সাংবাদিক, অতঃপর...

বিমানবন্দরে এনসিপি নেতাদের হাতে লাঞ্ছিত সাংবাদিক
বিমানবন্দরে এনসিপি নেতাদের হাতে লাঞ্ছিত সাংবাদিক  © সংগৃহীত

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করছিলেন।

তবে প্রেস ব্রিফিং চলাকালে এনসিপির কয়েকজন নেতা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বেসরকারি টেলিভিশন স্টার নিউজের এক সিনিয়র সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠে এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ সৃষ্ট উত্তেজনার মধ্যে এনসিপি নেতাদেরই একাংশ ওই সাংবাদিকের ওপর চড়াও হয়। এ ঘটনার পর সাংবাদিকরা এনসিপি নেতাদের প্রেস ব্রিফিং বয়কট করে।

এর আগে বুধবার, বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা । সেসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।


সর্বশেষ সংবাদ