হিজবুত তাওহীদের লোগো © টিডিসি ফটো
চাঁদপুরে ইসলামী সংগঠনের বাধায় স্থগিত হয়েছে হিজবুত তাওহীদের আয়োজন করা গোলটেবিল বৈঠক। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘রাষ্ট্রসংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা’ শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সরকার যখন রাষ্ট্রব্যবস্থা সংস্কার নিয়ে কাজ করছে, সেই সময়ে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম তাঁর রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে আল্লাহর তওহীদকে ভিত্তি করে আধুনিক রাষ্ট্রব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করেছেন। এ রূপরেখার সময়োপযোগিতা ও কার্যকারিতা নিয়ে আলোচনার উদ্দেশ্যেই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ব্যালট ছিল ২ লাখ ৩৯ হাজার, ভোট দিয়েছেন কত জন?
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিকদের উপস্থিত থাকার কথা ছিল। তবে ইসলামী সংগঠনগুলোর বাধার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
চাঁদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি হোসনে মাবারক আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘উক্ত অনুষ্ঠানে সবার উপস্থিতি ও মূল্যবান মতামতের মাধ্যমেই বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইসলামী সংগঠনগুলোর বাধায় তা স্থগিত করতে হয়েছে।’