ডাকসু নির্বাচনে ব্যালট ছিল ২ লাখ ৩৯ হাজার, ভোট দিয়েছেন কত জন?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, টেন্ডারের কার্যাদেশ অনুযায়ী, নির্ধারিত প্রক্রিয়ায় চূড়ান্তভাবে ২ লাখ ৩৯ হাজার ২৪৪টি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ ভোটার প্রতি ছয়টি ব্যালট। ভোট দিয়েছেন ২৯ হাজার ৮২১ জন ভোটার। মোট ব্যালট ব্যবহার করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৬টি। অবশিষ্ট ব্যালট ৬০ হাজার ৩১৮।
আজ রবিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। তিনি বলেন, এটা পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনো ভাবে প্রভাবিত করে না। কারণ, ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়।
তিনি আরও বলেন, ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাপে কাটিং করতে হয়। তারপর সুরক্ষা কোড আরোপ করে ওএমআর মেশিনে প্রি-স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসেবে প্রস্তুত করতে হয়। এরপর চিফ রিটার্নিং কর্মকর্তার সীলসহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরযুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয়। এ সব প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সর্তকতার সঙ্গে (DUE DILIGENCE) ভোট গ্রহণ করা হয়েছে।
উপাচার্য বলেন, বিভিন্ন পর্যায়ে যে অভিযোগ পেয়েছি, প্রত্যেকটির জন্য ব্যবস্থা নিয়েছি। ৪৮টি অভিযোগের কমনগুলো জবাব দিয়েছি। ১৬টি অভিযোগ ৬৯ ধারায় ব্যক্তি পর্যায়ে অফিসিয়াল চিঠির মাধ্যমে নিশ্চিত করেছি। এরপরও আমরা লক্ষ্য করেছি, নির্বাচনকে পদ্ধতিগত নানারকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা চলছে। বিশেষ করে সর্বশেষ কয়েক সপ্তাহ পরে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: নীলক্ষেতে ব্যালট ছাপানোসহ নানা অভিযোগের জবাব দিলেন ঢাবি উপাচার্য
তিনি আরও বলেন, প্রস্তুতি পর্ব সবাই দেখেছেন। সাত শতাধিক সাংবাদিক পুরো প্রক্রিয়াতে ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীরাও গভীর আগ্রহের সঙ্গে অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যদি দেখতেন, তাদের মতের প্রতিফলন হয়নি, নিশ্চয়ই তারা এ ব্যাপারে প্রতিবাদ করতে। তাদের কাছ থেকে অভিনন্দন পেয়েছি। তারা মতের প্রতিফলন পেয়েছেন।
উপাচার্য আরও বলেন, দলমতের পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করেছেন। কিছু ত্রুটি-বিচ্যুতি ছাড়া তারা নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। নির্বাচনের দিন দুটি অভিযোগ উঠেছিল, বিশেষ করে একুশে হলে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। টিএসসিতে একজন ভোটার আগে ব্যালটে মার্ক ছিল বলে অভিযোগ করেছিলেন। পরীক্ষা করে দেখেছি, ভোটার নিজেই একাধিকরা প্রবেশ করেন। অভিযোগ তার দিকেই গেছে।