বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: দুদু

পথসভায় শামসুজ্জামান দুদু
পথসভায় শামসুজ্জামান দুদু  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে নমিনেশন দেয়নি। নমিনেশন বোর্ড বসবে, তারপরে নমিনেশন দেবে। আমরা ধানের শীষের পক্ষে এখন মানুষের কাছে যাচ্ছি। সবাই মনে করে ধানের শীষ জয়লাভ করলে তারা বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালীতে গণসংযোগ ও পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার অনেক সমস্যা। আমি দুইবার এমপি ছিলাম। কিন্তু সে সময় একবার আমাদের সরকার অল্প সময় ছিল, সেটা ১৫ ফেব্রুয়ারির নির্বাচন। পরের নির্বাচনে আমি ৩০ দলের সদস্য ছিলাম। গরিব মানুষের টাকাও সেই সময় আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। আমাদের যারা গরিব মানুষ, তাদেরকেও ভাতার টাকা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কত বড় চোরের দল, সেটা শেখ হাসিনা গত ১৫-১৬ বছরে প্রমাণ করেছেন। বাংলাদেশের সমস্ত টাকা তারা বিদেশে পাচার করেছে। লক্ষ হাজার কোটি ডলার সাধারণ মানুষের টাকা, কৃষকের টাকা, দিনমজুরের টাকা, শ্রমিকের টাকা—এগুলো তারা পাচার করে দিয়েছে। সে টাকা ফিরিয়ে আনতে হবে। সে টাকা ফিরিয়ে আনতে হলে বিএনপি সরকার দরকার।


সর্বশেষ সংবাদ