‘আগামীর নির্বাচনে নৌকা থাকবে না’

সম্মেলন বক্তব্য রখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী
সম্মেলন বক্তব্য রখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী  © টিডিসি

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের নিষিদ্ধ করতে অনেকে কাজ করেছে, কিন্তু আজ তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। আগামীর নির্বাচনে নৌকা থাকবে না, হাসিনা এদেশের রাজনীতিতে আর ফিরবে না। শনিবার (২৩ আগস্ট) মাগরিবের পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডায়মন্ড পার্কে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আনোয়ারা-কর্ণফুলী ইসলামের জন্য একটি উর্বর ময়দান। যুবকদেরকে ইসলামি আন্দোলনের মূল শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সংখ্যায় কম নই, তবে আল্লাহর উপর ভরসা রেখে সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে।’

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গণির সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক জামালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তিনি বলেন— ‘স্বাধীনতার পরও কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। দেশের যুবকরাই ফ্যাসিবাদকে ধ্বংস করেছে এবং আগামীতেও তা সমূলে ধ্বংস করবে। ইসলামের বাংলাদেশ গঠনে যুবকরাই নেতৃত্ব দেবে।’

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। তিনি বলেন,  ‘জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদূদী বুলেটের সামনে দাঁড়িয়ে ইসলামি আন্দোলন গড়ে তুলেছেন। এই আন্দোলন কখনো থেমে থাকেনি, ভবিষ্যতেও থামবে না। যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে জামায়াত।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছের, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মাস্টার মুনির আফসার চৌধুরী, আনোয়ারা উপজেলার জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি (বাইতুল মাল) মাস্টার শহীদুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ্ ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীন। এছাড়াও সম্মেলন উপজেলা জামায়াত ও যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিলেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!