হাসিনাকে ফেরত দিতে নরেন্দ্র মোদীর কাছে চিঠি

হাসিনা ওু মুদি
হাসিনা ওু মুদি  © সংগৃহীত

গণহত্যা মামলার আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। একইসঙ্গে বাংলাদেশের বিষয়ে দিল্লির ‘আগ্রাসন’ ও হাসিনাকে ‘আশ্রয় দেওয়ার’ প্রতিবাদ জানিয়েছে দলটি।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ইংরেজি ও বাংলা—দুই ভাষায় লিখিত চিঠিটি দেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তবে হাইকমিশনের কোনো কর্মকর্তা সরাসরি উপস্থিত না হয়ে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের মাধ্যমে চিঠি গ্রহণ করা হয়।

আরও পড়ুন: নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে দলের বিষয়ে জানালেন আসিফ মাহমুদ

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের সম্পদ লুট করেছিল এবং শুরু থেকেই ভারত বাংলাদেশকে ‘করদ রাজ্য’ হিসেবে দেখতে চেয়েছে। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়।

এছাড়া দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা, বাংলাদেশের কিছু এলাকা দখল করে রাখা, নিজেদের স্বার্থে ট্রানজিট রুট ও করিডর ব্যবহার করা, এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) ও ভারতীয় সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রশাসনে অননুমোদিত হস্তক্ষেপের অভিযোগও উত্থাপন করা হয়। 


সর্বশেষ সংবাদ