জনগণের মতামত জানতে ব্যতিক্রমী উদ্যোগ ছাত্রশিবিরের

লোগো
লোগো  © সংগৃহীত

নিজেদের মতামত ও মূল্যায়ন জানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দেশের যে কেউ সহজেই মতামত জানাতে পারবেন এবং সেই মতামতকে তারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বসহকারে বিবেচনা করবে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রশিবির জানায়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে তারা প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। তাদের মতে, একটি দায়িত্বশীল ও গঠনমূলক সমাজ গঠনে জনগণের প্রত্যাশা ও পরামর্শ জানা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, আপনাদের প্রত্যাশা ও পরামর্শ আমাদের পথচলায় অনন্য ভূমিকা রাখবে। তাই আমরা সরাসরি মানুষের কাছ থেকে শুনতে চাই, আমাদের কার্যক্রম কতটা কার্যকর এবং কোথায় আরও উন্নতির সুযোগ রয়েছে।’

আরও পড়ুন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও উদ্বেগ কাটেনি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

এ উদ্যোগের আওতায় আগ্রহীরা অনলাইনে সরাসরি তাদের মতামত ও মূল্যায়ন জানাতে পারবেন। এজন্য সংগঠনটির পক্ষ থেকে একটি নির্দিষ্ট ওয়েব লিংক শেয়ার করা হয়েছে: https://prospect.shibir.org.bd।


সর্বশেষ সংবাদ