‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কিনা’, এনসিপি নেতার চাঁদাবাজির কলরেকর্ড ভাইরাল

১১ আগস্ট ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
এনসিপি নেতা নিজাম উদ্দিন

এনসিপি নেতা নিজাম উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিনের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার কল রেকর্ড সংবলিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধ করে দেওয়ার বিনিময়ে টাকা চাইতে শোনা যায় তাকে।

এর আগে, গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়। পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়।

এরই মাঝে সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইস্যুতে সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠে। সেই আন্দোলন থামাতে সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে নিজাম আফতাব হোসেন রিফাত নামে তার একজন ঘনিষ্ট লোকের সঙ্গে চাঁদা আদায় নিয়ে কথা বলার পাশাপাশি চাঁদার অঙ্ক নিয়ে দর কষাকষি করতে শোনা গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে নিজাম উদ্দিনের সঙ্গে রিফাত মেসেঞ্জারে কলে কথা বললে অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। শুরুতে রিফাত বলেন, ‘যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?’ জবাবে নিজাম উদ্দিন বলেন, ‘আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?’ এ পাশ থেকে ‘হ্যাঁ’ জবাব দেন রিফাত।

কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে রিফাত বলেন, ‘পাঁচ’ (৫ লাখ)। এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায় ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে…তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে, রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।’ এই আফতাব হোসেন রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। তিনি লিখেছেন, ‘সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।’

জানতে চাইলে রাহাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘আমাকে একজন ভিডিওটি দিয়েছে। নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এবার সাইফপাওয়ার টেক থেকে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ উঠল।’

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী মো. নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘একটি পক্ষ আমার বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করে আসছে। এটাও তারই একটি অংশ। যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি সুপার এডিট করা।’

 

সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে পালাল মোটরস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9