আপনারা এতদিন আমাকে কী ভিত্তিতে ব্যবহার করেছেন?—এনসিপির কাছে প্রশ্ন নীলা ইসরাফিলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:৩৮ PM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলা ইসরাফিল। সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে দলটির নেতৃত্বের উদ্দেশে একটি জোরালো প্রশ্নও তোলেন তিনি। ঘোষণার পর এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নীলা ইসরাফিল এনসিপির কেউ ছিলেন না। তিনি শুধু নাগরিক কমিটিতে যুক্ত ছিলেন।’
আখতার হোসেনের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় নীলা ইসরাফিল প্রশ্ন তোলেন ‘আপনারা এতদিন আমাকে কী ভিত্তিতে ব্যবহার করেছেন?’ সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রশ্ন করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টির কাছে আমার একটাই প্রশ্ন আপনারা এতদিন আমাকে কীসের ভিত্তিতে রেখেছিলেন ?আজ যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার, এবং লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না? এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল, তখন তো কোনো সমস্যা ছিল না আপনারা কি দল করেন, না কেবল ক্ষমতা আর নারীদের অসম্মান করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান?
আরও পড়ুন: নীলা এনসিপির কেউ নয়: আখতার
তিনি আরো লেখেন, জনগণ দেখছে, বুঝছে। এবং প্রশ্ন করছে এই দল কি আদৌ জনগণের ন্যায় ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে? আমি অবাক হই না যে আজ জাতীয় নাগরিক পার্টি আমাকে অস্বীকার করছে। কারণ সত্য বললেই অনেক সময় আপনজনই মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আমি একটিই প্রশ্ন করতে চাই যদি আমি আপনাদের কেউ না হয়ে থাকি, তাহলে আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার মাঠের উপস্থিতি এতদিন আপনারা কেন ব্যবহার করেছেন? একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই তাকে দলহীন, আশ্রয়হীন প্রমাণ করতে পারাটাই কি রাজনীতির নতুন রীতি? আমি কারো পরিচয়ে নই, আমি আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না।