নোয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুজ জাহের
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে দেশের ৩৬টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ৩৬ দিনব্যাপী আন্দোলনের স্মরণে প্রথম ধাপে ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি আসনগুলোর মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে। ছয়টি সংসদীয় আসনের জেলা নোয়াখালীতে এবারই প্রথম নোয়াখালী-৪ আসনের জন্য প্রার্থী ঘোষণা করলো গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুজ জাহেরের গ্রামের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামে। ছাত্রজীবনে তিনি ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন এবং পরে নোয়াখালী সরকারি কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ে এলএলবি অধ্যয়নরত।
রাজনীতিতে সক্রিয় আব্দুজ জাহের ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। আন্দোলনমুখর রাজনীতির কারণে ২০১৮ সালের পর একাধিকবার তাকে কারাবরণ করতে হয়েছে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আব্দুজ জাহের বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গণঅধিকার পরিষদ সব সময় নেতৃত্ব দিয়েছে। সেই দল আমাকে এবার নোয়াখালী-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। ইতোমধ্যে আমরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছি। আমি আশা করি, বিপুল ভোটের ব্যবধানে গণঅধিকার পরিষদকে বিজয়ী করবো।’
তিনি আরও বলেন, ‘নোয়াখালীর সদর ও সুবর্ণচরের মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করার স্বপ্ন আমি লালন করে আসছি। সেই সুযোগ যদি পাই, তবে এ অঞ্চলের মানুষের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো এবং সদর-সুবর্ণচরকে দেশের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।’