সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:২২ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৮:৪৮ PM

গলাচিপা ও দশমিনার বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদের অফিস ও নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা পরিষদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সকালে দলটির সভাপতি নুরুল হক নুরের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানানো হয়েছে।
পোস্টে তিনি লেখেন, গলাচিপা-দশমিনার বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদের অফিস ও নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর, হামলার প্রতিবাদে বিকাল সাড়ে ৩টায় গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন ও বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল।
তিনি আরো লেখেন, নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা আপনাদের আসার পথে সন্ত্রাসীরা হামলা করলে বা বাঁধা দিলে প্রতিহত করুন। ২ থেকে ১ জায়গায় প্রতিহত শুরু করুন দেখবেন ওরা পিছু হঠা শুরু করছে। নব্য চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের কোন ছাড় নয়, এলাকার শান্তি-শৃঙ্খলা, উন্নয়নের স্বার্থে এদের রুখে দিন। ঐক্যবদ্ধ জনশক্তির কাছে সকল অপশক্তি হার মানে, জেগে উঠুন।
এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
জানা যায়, ওই দিন রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভোররাত ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় নিয়ে যায়।