আন্দোলনরত মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে জামায়াতের সমর্থন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো   © টিডিসি সম্পাদিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গড়ে ওঠা শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে এক দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। 

তিনি বলেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী সবার আগে, সবখানে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আগামীতেও দাঁড়াবে। জামায়াতে ইসলামী বরাবরই দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সংস্কার ও সমাজ সেবার কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াত আমির তাৎক্ষণিক দলীয় নেতাকর্মীদের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। 

তিনি আরো বলেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সেখান থেকে তারা ‘দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার, বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করা এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করার যৌক্তিক ৬ দফা দাবি জানিয়েছে।

তাই সরকারের দায়িত্ব এসব যৌক্তিক দাবি পূরণে আন্তরিক ভূমিকা পালন করা। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে বরাবরের মতোই জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থন থাকবে বলেও উল্লেখ করেন তিনি। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি এস এম কামাল উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান হাসান, শাহীন আহমদ খান প্রমুখ।

সভা শেষে, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগরীর আমির মো. নূরুল ইসলাম বুলবুল। এসময় ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সহ সকল আন্দোলন সংগ্রামে জীবন উৎস্বর্গকারী সকলের আত্মার মাগফেরাত এবং দেশবাসীর প্রতি মহান রবের রহমত কামনায় দোয়া করা হয়। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!