তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ 

ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদলের বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর মহানগর। শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে মির্জাপুর সিএনজি পাম্প থেকে শুরু হয়ে বোর্ডবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ মিছিল। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। 

বিক্ষোভে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান। মিছিলে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা ‌‌‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘মোমিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার’— ইত্যাদি স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এস এম মোমিনুর রহমান বলেন, ‘যারা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে, তাদের অস্তিত্বই আজ হুমকির মুখে। জনগণ এসব ষড়যন্ত্র কখনো মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গণে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে। আমরা তাদের গণতান্ত্রিক পথে রাজনীতি করার শুভকামনা জানাই। তবে কেউ ষড়যন্ত্রের পথে গেলে, কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে চক্রান্তে লিপ্ত হলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।’

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারেক রহমানকে ঘিরে প্ররোচিত অপপ্রচার অব্যাহত থাকলে তারা দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।                                                         


সর্বশেষ সংবাদ