মিটফোর্ডের মত ঘটনা গত ১১ মাসে অন্ততঃ ১১ হাজারটি ঘটেছে: নুর

১২ জুলাই ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

গত ৫ আগস্টের পরে সারা বাংলাদেশে মিটফোর্ডের মত ১১ হাজার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১২ জুলাই)  চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ এ কথা বলেন তিনি।

এ সময় ভিপি নুর বলেন, মিটফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পাঁচ আগস্টের পরে গত ১১ মাসে সারাদেশে এরকম অন্তঃত ১১ হাজার ঘটনা ঘটেছে। মিটফোর্ডের ঘটনা নির্মম ছিল, মর্মান্তিক ছিল, পত্রপত্রিকা-মিডিয়ায় এসেছে, এজন্য সারাদেশের মানুষের নজরে এসেছে, মানুষ প্রতিবাদ করছে, যার কারণে আলোচনায় এসেছে। কিন্তু জেলা-উপজেলায়, গ্রামে-গঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটছে, সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না।’

তিনি বলেন, গতকালকের একটি ঘটনা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। কিভাবে দিনে-দুপুরে, প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে পৈচাশিকভাবে ও নির্মমভাবে হত্যা করা হয়েছে—তা কোনোভাবেই কল্পনাতীত। তাঁর মৃত্যু নিশ্চিত করার জন্য মধ্যযুগীয় কায়দায় তাঁর ওপর পাথর নিক্ষেপ করা হয়েছে। কারা করেছে? রাজনৈতিক দলের কর্মীরাই করেছে। যুবদলের কর্মীরাই করেছে।

‘যদিও বিএনপি সাংগঠনিকভাবে স্পষ্টভাবে জানিয়েছে, এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত, তাদের প্রতি দলের ‘জিরো টলারেন্স’। তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, গণমাধ্যমের কর্মী বন্ধুদের বলতে চাই, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদা ও নিরাপত্তা থাকবে। সেজন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকা লাগবে। কিন্তু আপনারা যদি আবারও শেখ হাসিনার মতো দলদাসের ভূমিকায় থাকেন, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম হবে।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কামরুন নাহার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হাসান, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি সৈয়দ প্লাবন আহমদ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আকতারুজ্জামান, কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আরিফুল হক, জুলাই বিপ্লবের সংগঠক জসিম উদ্দীন আকাশ, ফারুক হাসান, আবু হানিফ, আবু ত্বোহা, আবদুর রহমান, নিজাম উদ্দীন আকাশ, হাসান তারেক, মো. ইউসুফ ও গোলাম ছোবহান প্রমুখ।

সংশোধনী ও কৈফিয়ত:  
চট্টগ্রামের পটিয়ায় গণঅধিকার পরিষদের সমাবেশের সংবাদটি প্রথম প্রকাশের সময় এর একটি অংশে ও হেডলাইনে নুরুল হক নুরের বক্তব্য উদ্ধৃত করার সময় অনবধানতাবশত: উল্লেখ করা হয়েছিল- '৫ আগস্টের পরে বিএনপি হাজারো মানুষকে হত্যা করেছে'। এ হেডলাইনে সংবাদটি প্রকাশের পর গণঅধিকার পরিষদের এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, সংবাদটিতে নুরকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠানের লাইভ ভিডিও বক্তব্যে দেখা যায় নুর উল্লেখিত বাক্যটি বলেননি। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। সংবাদটির সংশোধিত ভার্সন প্রকাশ করা হলো।

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে তরুণ গবেষকদের নবীন বরণ ও ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ভারতীয় দূতাবাসকর্মীদের দেশে ফেরার পরামর্শ দিল্লির
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9