নাহিদ-সারজিস-জারাদের কাঁঠালে আপ্যায়ন কৃষকের

 রংপুর নগরীর সাতমাথা বালাটাড়ি এলাকায় কাঁঠাল খাচ্ছেন এনসিপির নেতারা
রংপুর নগরীর সাতমাথা বালাটাড়ি এলাকায় কাঁঠাল খাচ্ছেন এনসিপির নেতারা  © টিডিসি

রাজনীতির মাঠে যখন দাবির সুর, প্রতিশ্রুতি ও স্লোগানে মুখর পদযাত্রা চলছে, তখনই মানবিক এক চিত্র নজর কাড়ে রংপুরে। ‘নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত’ স্লোগান নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী পদযাত্রার দ্বিতীয় দিনে এক কৃষক নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে নেতাকর্মীদের আপ্যায়ন করে ছড়িয়ে দেন হৃদয়ের উষ্ণতা।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রংপুর নগরীর সাতমাথা এলাকার বালাটাড়ি মোড়ে এ ঘটনার সাক্ষী হন পথচারীরাও। এনসিপির নেতারা বলেন, ‘মানুষের এই ভালোবাসাই আমাদের রাজপথে থাকার প্রেরণা।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে পদযাত্রাটি সাতমাথা থেকে শুরু হয়ে কুড়িগ্রামের দিকে অগ্রসর হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা ও স্থানীয় নেতারা।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনকে ঘিরে ২২ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

পদযাত্রায় বক্তারা বলেন, ‘জুলাই গণহত্যার বিচার, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা এবং ঘোষণাপত্র বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য।’ 

এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আগামী ৩ আগস্ট ঢাকায় ছাত্র-শ্রমিক-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর পদযাত্রার ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির এই পদযাত্রা। প্রথম দিন গাইবান্ধা হয়ে রাতে রংপুরে অবস্থান শেষে বুধবার দ্বিতীয় দিনে যাত্রা করে কুড়িগ্রামের পথে।


সর্বশেষ সংবাদ