নিবন্ধন পেতে ইসিতে নতুন নতুন দলের ভিড়, উৎসবমুখর পরিবেশ

নিবন্ধন পেতে ইসিতে নতুন নতুন দলের ভিড়
নিবন্ধন পেতে ইসিতে নতুন নতুন দলের ভিড়  © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার (২২ জুন) বিকেল ৩টা পর্যন্ত অন্তত এক ডজন রাজনৈতিক দল তাদের নিবন্ধন আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। শেষ মুহূর্তে আবেদনের হিড়িক পড়ে যায়।

কেউ এসেছেন দলের চেয়ারম্যান বা মহাসচিব হিসেবে সশরীরে, আবার কেউ এসেছেন নেতাকর্মীদের নিয়ে রঙিন ব্যানার ও ঘোড়ার গাড়িসহ নানা আয়োজনে। অনেকেই আবার নীরবে-নিভৃতে জমা দিয়েছেন আবেদনপত্র।

আবেদন জমা দিয়ে কেউ কেউ সাংবাদিকদের সামনে দলের নাম ও প্রতীক প্রকাশ করেছেন, কেউবা শুধু বলেছেন, ইসির সব শর্ত পূরণ করেই তারা আবেদন করেছেন এবং আশা করছেন তাদের দল নিবন্ধন পাবে।

নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর নামও যেমন বৈচিত্র্যময়, তেমনি রয়েছে বিভিন্ন মতাদর্শের উপস্থিতি। বিকেল ৩টা পর্যন্ত যেসব দল নিবন্ধনের আবেদন জমা দিয়েছে, তাদের মধ্যে রয়েছে জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি), গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা), বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ সিটিজেন পার্টি, ইসলামী ঐক্যজোট, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, বাংলাদেশ গণ বিপ্লবী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাষানী ন্যাপ) বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন, জনতার দল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশের, সাম্যবাদী দল (এম-এল), বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি), জাতীয় ন্যায় বিচার পার্টি, বাংলাদেশ, ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!