অনৈতিক প্রস্তাবের স্ক্রিনশট ভাইরালের পর এনসিপি নেতাকে শোকজ

১৭ জুন ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ১১:৪১ AM
সারোয়ার তুষার

সারোয়ার তুষার © টিডিসি সম্পাদিত

দলের একজন নেত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার স্ক্রিনশট ভাইরালের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে শোকজ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসিচব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন। 

বিবৃতিতে আরও বলা হয়, এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ নির্দেশনা মোতাবেক এতদ্দ্বারা নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে, সম্প্রতি সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একাধিক অডিও প্রকাশ করেছিলেন। সেই বিতর্কের মধ্যেই এবার আরও বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তিনি—প্রকাশ করেছেন কুপ্রস্তাবের লেখা টেক্সট বার্তার স্ক্রিনশট।

সোমবার (১৬ জুন) প্রকাশিত এসব অডিও ও স্ক্রিনশট নিয়ে রাতারাতি আলোচনা তুঙ্গে ওঠে। মঙ্গলবার (১৭ জুন) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে সেই টেক্সট বার্তার স্ক্রিনশট পোস্ট করে জাওয়াদ নির্ঝর লিখেছেন, ‘সারোয়ার তুষার এর সেই ঐতিহাসিক টেক্সট! আপনার (সারোয়ার তুষার) কারণে গোটা এনসিপির মান-ইজ্জত সম্মান হুমকির মুখে পড়ছে। এনসিপির নেতাদের নারীর প্রতি কেমন সম্মান সেটা জাতি জেনে গেছে।’

সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ২৬০, চলছে আবে…
  • ০২ জানুয়ারি ২০২৬
৫৫ জনের নামসহ অজ্ঞাত ৬০০ জনের নামে মামলা
  • ০২ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্রে স্বাক্ষর জালের অভিযোগ গোবিন্দ চন্দ্র প্রামাণিকে…
  • ০২ জানুয়ারি ২০২৬
হলফনামা জমা কেবলই কি আনুষ্ঠানিকতা, নাকি এতে সম্পদ ও আয়-ব্যয়…
  • ০২ জানুয়ারি ২০২৬
ভার‍ত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা বিসিবির 
  • ০২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৬ জান…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!