জুলাই সনদ নিয়ে যা জানালেন বিএনপি নেতা 

১৩ জুন ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৬:৩৯ PM
নিরাপত্তা উপদেষ্টা ও আমীর খসরুর যৌথ সংবাদ সম্মেলন

নিরাপত্তা উপদেষ্টা ও আমীর খসরুর যৌথ সংবাদ সম্মেলন © সংগৃহীত

‘জুলাই সনদ’ নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে দলের মধ্যে আলোচনা হয়েছে এবং একটি সম্মত সিদ্ধান্তে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন আমীর খসরু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে তো ইতিমধ্যে আলোচনা চলছে দেশে এবং এ ব্যাপারে আমাদের মধ্যে ইতিমধ্যে সিদ্ধান্ত আছে যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে।

তিনি আরও বলেন, সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার ও জুলাই সনদ—দুটোই করব। সবার ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমি নিশ্চিত, খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব।

এ বিষয়ে সাংবাদিকদের সম্পূরক প্রশ্নেরও জবাব দেন আমীর খসরু। তিনি বলেন, ঐকমত্য যেখানে হবে, স্বাভাবিকভাবে ঐকমত্যের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে, স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। 

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, ‘আমরা সবাই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করতে চাই। নির্বাচন আগে হোক বা পরে, জনগণের স্বার্থে গঠনমূলক সিদ্ধান্ত নিতেই হবে।’

এ সময় সাংবাদিকদের আরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই পক্ষের প্রতিনিধিরা। তাদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ইউনূসের মধ্যে দেড় ঘণ্টার বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ আলোচনার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, চাকরি থেকে …
  • ০২ জানুয়ারি ২০২৬
আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নি…
  • ০২ জানুয়ারি ২০২৬
বিটিআরসি ভবনে হামলা-ভাংচুরের ঘটনার ব্যাখ্যা দিয়ে ব্যবসায়ীদে…
  • ০২ জানুয়ারি ২০২৬
জকসু আয়োজন নিয়ে সরকার ও প্রশাসনকে কড়া হুঁশিয়ারি শিবির সভাপত…
  • ০২ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে গিয়ে আ. লীগ নেতা আ…
  • ০২ জানুয়ারি ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের কবলে ১০ জেলে, সব লুট হওয়ার পর কোস্ট গা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!