'স্বৈরাচারের পতন হলেও দেশে পূর্ণ গণতন্ত্র ফিরে আসেনি'

৩১ মে ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
মিজানুর রহমান মিনু

মিজানুর রহমান মিনু © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে।

গত বছরের জুলাই-আগস্টে স্বৈরাচারের পতন হলেও এখনও দেশে পূর্ণ গণতন্ত্র ফিরে আসেনি। বর্তমানে একটি অনিবন্ধিত দল গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যাকে সমর্থন করছে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা। কিন্তু জনগণ এটা মেনে নেবে না। আসন্ন ডিসেম্বরের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

শনিবার (৩১ মে) সকালে নগরীর বিন্দুর মোড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে আমাদের চলতে হবে। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই নন, একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। তাঁর হাতেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল। 

মিনু বিএনপিকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বলেন,বিএনপিতে কোনো দখলবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান নেই। এমন ব্যক্তিদের কঠোরভাবে প্রতিহত করা হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের সংগ্রামী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করেছে। আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং দেশের উন্নয়নে তাঁর অবদান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন বুলবুল। বোয়ালিয়া থানা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।  

অনুষ্ঠানের শেষে মোনাজাত ও খাবার বিতরণ করা হয়। এতে স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9