যমুনায় উপস্থিত হয়েছেন ইসলামী দলগুলোর নেতারা © সংগৃহীত
উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করছেন ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথম দফায় ১১টি দল বৈঠকে অংশ নিয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করছেন বিভিন্ন ইসলামিক দলের নেতারা।
রবিবার (২৫ মে) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে যমুনার সামনে তিনটি গাড়িতে করে আসে ইসলামি দলগুলোর প্রতিনিধিরা। এসময় তাদের যমুনার সামনে সিকিউরিটি চেকের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি তারেক রহমানের
দ্বিতীয় দফায় ৯টি দলের প্রতিনিধিদলের সাক্ষাৎ করার কথা রয়েছে। তারা হলেন, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি।
উল্লেখ্য, গতকাল শনিবার (২৪ মে) সন্ধ্যায়ও যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল বৈঠক করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে এসব বৈঠক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।