ড. ইউনূস, জাকির নায়েক এবং আবু সাঈদকে নিয়ে ইবিতে ভর্তি পরীক্ষায় প্রশ্ন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ মে ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৬:২৫ PM
গুচ্ছ পদ্ধতির বাইরে নিজস্ব প্রক্রিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে নেওয়া পরীক্ষাটি ছিল ৮০ নম্বরের।
এদিনের পরীক্ষায় জনপ্রিয় ইসলামী বক্তা ড. জাকির নায়েক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে।
প্রশ্নপত্রের ৪৯ নম্বরে ড. জাকির নায়েককে নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে জিজ্ঞাসা করা হয়: "ড. জাকির নায়েক দাওয়াতি কার্যক্রমের কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ?"
অপশন ছিল:
১. তুলনামূলক ধর্মতত্ত্ব
২. আন্তঃধর্মীয় সংলাপ
৩. তুলনামূলক ফিকহ
৪. ইলমুল আকিদাহ
৬৬ নম্বর প্রশ্নে ড. ইউনূসের থ্রি জিরো তত্ত্ব নিয়ে প্রশ্ন আসে। প্রশ্ন ছিল: "ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্ব কী?"
উত্তরের অপশনগুলো ছিল:
১. Zero Poverty
২. Zero Net Carbon Emission
৩. Zero Unemployment
৪. উপরের সবগুলোই
৬৭ নম্বর প্রশ্নে শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল: “‘জুলাই’ ২৪-এর শহীদ আবু সাঈদকে নিয়ে তৈরি শিল্পকর্মের নাম কী?”
অপশন ছিল:
১. উন্নত মমশীর
২. অকুতোভয়
৩. বিদ্রোহী
৪. দূরন্ত
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৬ জুলাই ২০২৪ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ড. জাকির নায়েক একজন বিশ্বখ্যাত ভারতীয় ইসলামিক স্কলার।