নির্বাচনের জন্য দুই ‘কমফোর্টেবল’ সময় জানাল জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামীর আমির
জামায়াতে ইসলামীর আমির  © সংগৃহীত

জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্টভাবে কোনো সময় বেঁধে দেয়নি জামায়াতে ইসলামী। তবে দুই ‘কমফোর্টেবল’ সময় জানালেন দলটির আমির ডা. শাফিকুর রহমান। আজ শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুই ‘কমফোর্টেবল’ সময়ের বিষয়ে ডা. শাফিকুর রহমান জানান, যদি সংস্কার হয় তাহলে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আর এরমধ্যে সংস্কার না হলে আগামী রোজার পরপরই নির্বাচন হতে হবে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা জাতীয় নির্বাচন আয়োজনের সুনির্দিষ্টভাবে রোডম্যাপ আমরাও চায়। কিন্তু আমরা কোনো সময় বেঁধে দেইনি। আমরা ‘কমফোর্টেবল’ দুইটা টাইম, আপনাদের মাধ্যমেই জাতিকে জানিয়েছি।

‘‘এরমধ্যে একটি- যদি সংস্কার শেষ হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে। আর যদি সংস্কার এরমধ্যে শেষ না হয়, আরেকটু সময় লাগে। এরপর যেহেতু রোজা শুরু হয়ে যাবে। এরপরই নির্বাচন হতে হবে। এরপর এটাকে টেনে আর লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। আমাদের দেশের আবহাওয়া সেটি এলাও করবে না।’’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সময় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। জামায়াতের আমির মনে করেন, সময়টি কখন, সেটির একটি রোডম্যাপ দরকার। পাশাপাশি সংস্কারেরও রোডম্যাপ প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকার করতে পারবে না। মাত্র পাঁচটি সংস্কারে সরকার হাত দিয়েছে। সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত।

ডা. শফিকুর রহমান বলেন, সবাই এগিয়ে এলে অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন হতে পারে। সবাই সেই দিনের অপেক্ষায়।

সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল, আপাতদৃষ্টিতে কিছুটা কেটেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জামায়াত এর স্থায়ী নিষ্পত্তি চায়। দুটি রোডম্যাপ ঘোষণা করলেই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে—সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ। এ দুটি অতীব গুরুত্বপূর্ণ।


সর্বশেষ সংবাদ