শাহবাগের অবস্থান কর্মসূচিতে অসুস্থ বেশ কয়েকজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। চলমান দাবিতে অবস্থান চলাকালে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন অন্তত ১০ জন আন্দোলনকারী। তাদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।
শনিবার (১০ মে) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সকাল থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে ছাত্র, যুবক ও সাধারণ নাগরিক শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টা থেকে গণজমায়েত শুরু হয়। এর আগে গতকাল শুক্রবার (৯ মে) থেকে আওয়ামী লীগ নিষিদ্ধদের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন ছাত্র-জনতা।
দুপুরের পর তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। প্রচণ্ড রোদে অবস্থানরত অনেক আন্দোলনকারী মাথা ঘোরা সহ বমি বমি ভাব এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। তাৎক্ষণিকভাবে অন্তত ৬ জনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহার বলেন, ‘আমাদের এখানে এখন পর্যন্ত ৬ জন আন্দোলনকারীকে আনা হয়েছিল। তাদের বেশিরভাগই ডিহাইড্রেশন ও নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। আমরা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছি। চিকিৎসা নিয়ে সবাই চলে গেছে, বর্তমানে এখানে কেউ নেই।’
আন্দোলনে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে অবস্থান করছি। প্রচণ্ড গরমে আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের যারা অসুস্থ হয়েছে, তাদেরকে সহযোদ্ধারাই হাসপাতালে নিয়ে গেছে। যতদূর শুনেছি তাদের সবাই এখন সুস্থ রয়েছেন।’