ক্রাচে ভর দিয়ে হাসপাতাল থেকেই আ’লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই যোদ্ধা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলমান আন্দোলনে যোগ দিয়েছেন ছাত্র-জনতা। এ আন্দোলনে যোগ দিতে হাসপাতালের বিছানা ছেড়ে এসেছেন রোমান হোসেন। ২২ বছর বয়সী এ তরুণ গত বছরের ১৯ জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হন। বর্তমানে পঙ্গু হাসপাতালের ‘এ’ ব্লকের চার নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
ক্রাচে ভর দিয়ে আসা রোমান শুক্রবার (৯ মে) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মোহাম্মদপুরের একটি বিরিয়ানির দোকানে বাবুর্চির কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে যোগ দেওয়ার পর পুলিশের গুলি এসে তার ডান পায়ে লাগে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
রোমানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সুতিয়া পায়ারী গ্রামে। মো. মফিদুল ইসলাম ও রোজিনা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে সবার বড় তিনি। ছোট ভাই এবং বোনের পড়ালেখার খরচ জোগাড় করতে এবং পরিবারের হাল ধরতে গ্রাম ছেড়ে রাজধানীতে এসেছিলেন এ তরুণ।
আরও পড়ুন: আ’লীগ নিষিদ্ধের দাবি: সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করবেন আন্দোলনকারীরা
রোমান বলেন, ‘ছোট ভাই মাদ্রাসায় পড়ে। বোন স্কুলে পড়ে। বাবার যে আয়, তা দিয়ে পরিবারের চলত না। সেজন্য ঢাকায় এসেছিলাম। ১৯ জুলাই পুলিশ চাইনিজ রাইফেল দিয়ে গুলি করলে তা আমার ডান পায়ে লাগে। চিকিৎসক বলেছেন, পা পুরোপুরি ঠিক হবে। তবে সময় লাগবে।’