আ’লীগ নিষিদ্ধের দাবি: সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করবেন আন্দোলনকারীরা

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম  © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজ পর এ সমাবেশ শুরু হবে। এর আগে সমাবেশস্থলেই জুম্মার নামাজ আদায় করবেন তারা।

শুক্রবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে এ সব কথা জানান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এর আগে শুক্রবার সকালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

সারজিস আলম বলেন, আজান হলে আমরা সবাই মঞ্চে চলে যাব। ওখানেই একসঙ্গে নামাজ পড়ব। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আমাদের সঙ্গে যুক্ত হবেন। এ সময় তিনি দেশবাসীকে সমাবেশে অংশ নেওয়ার আহবান জানান।

জমায়েতকে ঘিরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। এজন্য ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে পাঁচটি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা টানিয়ে মঞ্চ তৈরির কাজ করছেন শ্রমিকরা।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক

জাতীয় নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং কাকরাইল মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ