ডাকসু নির্বাচন

ছাত্রশিবিরের বিরুদ্ধে দুটি, ছাত্রদলের বিরুদ্ধে একটি ভুল তথ্য

২৮ আগস্ট ২০২৫, ০৯:১২ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
ডাকসু নির্বাচনেও ভুয়া তথ্যের প্রবাহ

ডাকসু নির্বাচনেও ভুয়া তথ্যের প্রবাহ © টিডিসি সম্পাদিত

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্যের প্রবাহও দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ইতিমধ্যেই ছাত্রশিবির ও ছাত্রদলের বিরুদ্ধে তিনটি ভুয়া তথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে। গত সপ্তাহের (১৭ থেকে ২৩ আগস্ট) সংখ্যায় এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

রিউমর স্ক্যানার বলছে, মূলধারার কতিপয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির যা সঠিক নয়। এ সংক্রান্ত ফ্যাক্টচেক দেখুন এখানে। 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, স্বাধীনতার পর এবারের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্রথমবার প্রার্থী বা প্যানেল ঘোষণা করেছে বলে গণমাধ্যমে প্রচারিত দাবিটি সঠিক নয়। বরং ১৯৭৭ সালে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার পর থেকে অনুষ্ঠিত ছয়টি ডাকসু নির্বাচনের (১৯৭৯, ১৯৮০, ১৯৮২, ১৯৮৯, ১৯৯০ ও ২০১৯) মধ্যে পাঁচটিতেই শিবির প্রার্থী বা প্যানেল ঘোষণা করেছে। শুধু ২০১৯ সালের নির্বাচনে তারা কোনো প্রার্থী বা প্যানেল দেয়নি।

এছাড়া, সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে ছাত্রশিবিরের ডাকসু প্যানেল ঘোষণা দাবিতে ছাত্রলীগের নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার সংক্রান্ত আরেকটি ফ্যাক্টচেক দেখুন এখানে। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক ছাত্রলীগ কর্মীদের দিয়ে শিবিরের ডাকসু প্যানেল ঘোষণা করা হয়েছে দাবিতে ছাত্রলীগের নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এ বিষয়ে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

এর বাইরে, ছাত্রলীগ নেতা রাব্বানীর পাশে ছাত্রদল মনোনীত ডাকসুর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান দাবিতে ভিন্ন ব্যক্তির ছবি/ভিডিও প্রচার করা হয়েছে। ফ্যাক্টচেক দেখুন এখানে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি বা ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশে থাকা ব্যক্তি আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান নন। প্রকৃতপক্ষে গোল দাগে চিহ্নিত ঐ ব্যক্তির নাম আপেল মাহমুদ সবুজ যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা।

উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9