সিকৃবি আলোকচিত্র প্রতিযোগিতা: ছবি পাঠানোর শেষ দিন মঙ্গলবার
- মাহাদি হাসান, সিকৃবি
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৬ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:৪৫ PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হতে যাচ্ছে দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০১৯। এ উপলক্ষ্যে ‘আর্ট অব লাইট’ প্রতিযোগিতায় আলোকচিত্র জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (সিকৃবিফসো) উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাটি। ছবি জমা দেয়ার শেষ দিন আগামী মঙ্গলবার (২৫ ডিসেম্বর)।
আয়োজকরা জানান, ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে মোবাইল ও ক্যামেরা দিয়ে তোলা ছবি জমা দেওয়া যাবে। বিচারকদের বাছাইকৃত ছবি নিয়ে হবে প্রদর্শনী। প্রদর্শিত ছবিগুলো থেকে প্রায় ১৩টিতে পুরস্কার প্রদান করা হবে। যার মধ্যে রয়েছে নগদ প্রাইজমানি, ক্রেস্ট, সার্টিফিকেটসহ আরো অনেক পুরস্কার। আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।
প্রসঙ্গত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (সিকৃবিফসো) যাত্রা শুরু করে ২০১৬ সালের অক্টোবর মাসে। পরের বছর প্রথম জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকচিত্র শিল্পে উৎসাহিত করার লক্ষ্যে ইতোমধ্যে তিনটি আন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে সিকৃবিফসো। আর নিয়মিত বিভিন্ন কর্মশালার আয়োজনও করে আসছে।
প্রতিযোগিতার বিস্তারিত জানতে ক্লিক করুন