জাবিতে দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ০৬:৪৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০১৮, ০৬:৪৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী ‘জীবনের জয়গান উৎসব’ শিরোনামে স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের করিডোরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনের পর উপাচার্য প্রদর্শিত স্থিরচিত্রগুলো ঘুরে দেখেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল এ প্রদর্শনী।
এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী ও সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’-এর পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হবে।