অধ্যাপক মনিরুজ্জামানের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

অধ্যাপক মনিরুজ্জামান
অধ্যাপক মনিরুজ্জামান  © ফাইল ফটো

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের ১৩তম মৃত্যুবার্ষিকী।

অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যশোরে তাঁর মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলের পাশাপাশি যশোরের বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে কবির ওপর আলোচনাসভা, কবির রচিত কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ মনিরুজ্জামান বাংলা ভাষা, সাহিত্য, কবিতা, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের এক কুশলী শিল্পী ও উজ্জ্বল নক্ষত্র। তিনি তাঁর সৃষ্টিকর্ম দিয়ে আমাদের সবাইকে আলোকিত ও উজ্জীবিত করে গেছেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভাধর গুণী ও বিরল ব্যক্তিত্ব।

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বহু গান ও কবিতার রচয়িতা কৃতি এই অধ্যাপক ২০০৮ সালে মারা যান।

অধ্যাপক মনিরুজ্জামানের স্ত্রী, ছেলে-মেয়ে এবং স্বজনেরা কবির আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


সর্বশেষ সংবাদ