তৌহিদুর রহমান তুহি © টিডিসি ফটো
জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে ‘জুলাই বীরত্ব’ সম্মাননা পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক তৌহিদুর রহমান তুহি। বুধবার (৭ জানুয়ারি) ফেলানী হত্যা দিবসে আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। আন্দোলনের সময় তিনি চ্যানেল 24 এর প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এদিন আরও ১০১ জন সাংবাদিককে সম্মানিত করা হয়।
আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে এবং জেএএম সংস্থার সহযোগিতায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত ও অঙ্গহানি হওয়া বীর যোদ্ধা ও আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের মধ্যে সম্মাননা স্মারক ও চেক বিতরণ করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে প্রায় এক হাজার ২০০ জনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে জুলাই মাসে সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১০২ জন সাংবাদিককে ‘বার্তাবীর’ সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনটির সদস্যসচিব আলামিন আটিয়া ও ডাকসুর সদস্য তাজিনুর রহমানের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএএম সংস্থার চেয়ারম্যান মেহরিন উজমা।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা, শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও সাংবাদিকরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সফলতার কারণেই আজ আমরা মুক্ত। শহীদ আবু সাঈদসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যারা নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে। প্রাথমিকভাবে আপনাদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও কাজ করা হবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবাহ বলেন, জুলাই শহিদ ও বিচার নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তার পরিণতি হবে দ্বিতীয় জুলাই। বাংলার বুকে বিদেশি আধিপত্যবাদ কিংবা কোনো নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।