ছায়ানীড় স্মারক সম্মাননা পাচ্ছেন ডা. যাকিয়া সুলতানা নীলা

যা. যাকিয়া সুলতানা নীলা
যা. যাকিয়া সুলতানা নীলা  © সংগৃহীত

বিশেষ অবদানের স্বীকৃতিস্মরূপ ‘ছায়ানীড় স্মারক সম্মাননা’ পাচ্ছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিট্রিও-রেটিনা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলা। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই সম্মাননা প্রদান করা হবে তাকে। সৃজনশীল প্রতিষ্ঠান ছায়ানীড় এই সম্মাননা দিচ্ছে।

জানা গেছে, ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করতে যাচ্ছে ছায়ানীড়। প্রতিষ্ঠানটি সৃজনশীল গ্রন্থ প্রকাশ, ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার প্রতিষ্ঠায় কাজ করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডা. নীলা ছাড়াও আরও কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা দিবে প্রতিষ্ঠানটি।

ডা. যাকিয়া সুলতানা নীলা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিট্রিও-রেটিনা বিভাগের সহযোগী অধ্যাপক। হাসপাতালটিতে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবার কো-অর্ডিনেটরের ভূমিকাও পালন করেন তিনি। এ পেশাগত পরিচয়ই জুলাই গণঅভ্যুত্থানে হয়ে উঠেছিল তার অস্ত্র। তৎকালীন ফ্যাসিবাদী সরকার ও তার পেটোয়া বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে আহতদের চিকিৎসায় সর্বস্ব দিয়ে এগিয়ে এসেছিলেন এই চিকিৎসক। সেই সাহসী অবদানের স্বীকৃতি স্বরূপ ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫’ও পেয়েছেন তিনি। একই সঙ্গে তার ছোট বোন ও ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ইসরাত জাহান ইভাও ওই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এ ছাড়া চোখের চিকিৎসায় অবদান রেখে খান এ মঞ্জুর পদক পেয়েছেন ডা. যাকিয়া সুলতানা নীলা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!