তিন কোটি টাকা সম্মানী পান স্বতন্ত্র প্রার্থী আলমগীর, স্ত্রীর সম্পদ দ্বিগুন

০৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ AM
সালাউদ্দিন আলমগীর

সালাউদ্দিন আলমগীর © সংগৃহীত

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি তার আয়, সম্পদ ও মামলার তথ্য প্রকাশ করেছেন।

হলফনামা অনুযায়ী, সালাউদ্দিন আলমগীরের বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা বিচারাধীন রয়েছে। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব ত্যাগ করেছেন বলেও উল্লেখ করেছেন। পেশায় ব্যবসায়ী এই প্রার্থী বিভিন্ন খাত থেকে উল্লেখযোগ্য অঙ্কের আয় দেখিয়েছেন। বাড়ি ভাড়া থেকে তার বার্ষিক আয় এক কোটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকা। শেয়ার ও সঞ্চয়পত্র থেকে আয় দেখিয়েছেন তিন কোটি ৯০ লাখ ৪১ হাজার ৬২১ টাকা। নিজস্ব ব্যবসা থেকে সম্মানী হিসেবে পেয়েছেন প্রায় তিন কোটি টাকা (২ কোটি ৯৬ লাখ ১৬ হাজার টাকা)। এছাড়া ব্যাংকের বোর্ড সভায় অংশগ্রহণের সম্মানী হিসেবে এক লাখ ৭০ হাজার টাকা আয় দেখানো হয়েছে।

সম্পদের হিসাবে তিনি নিজের নামে প্রায় ১২ কোটি ৯১ লাখ টাকার নগদ ও সমজাতীয় অস্থাবর সম্পদ উল্লেখ করেছেন। তার স্ত্রীর নামে রয়েছে সাত কোটি ২৯ লাখ টাকার বেশি নগদ তহবিল। ব্যাংকে তার জমা অর্থের পরিমাণ ৩১ লাখ টাকার কিছু বেশি, আর স্ত্রীর নামে জমা রয়েছে প্রায় তিন কোটি ৭০ লাখ টাকা। বন্ড ও কোম্পানির শেয়ারে তার বিনিয়োগের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৭০ কোটি ৩০ লাখ টাকা, স্ত্রীর ক্ষেত্রে এই অঙ্ক ৪৫ কোটি ২৫ লাখ টাকা।

যানবাহনের ক্ষেত্রে সালাউদ্দিন আলমগীরের নিজের নামে কোনো গাড়ি নেই। তবে তার স্ত্রীর নামে তিন কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের গাড়ির তথ্য রয়েছে। স্বর্ণালংকার হিসেবে তার নিজের ৮০ তোলা স্বর্ণ রয়েছে, যার আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। স্ত্রীর নামে রয়েছে ৮০ ভরি স্বর্ণ ও চার সেট হিরা, যার মূল্য প্রায় তিন কোটি ৫০ লাখ টাকা।

উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের পরিমাণ নিজের ক্ষেত্রে চার কোটি ৫৬ লাখ টাকার বেশি এবং স্ত্রীর ক্ষেত্রে আট কোটি ৫৯ লাখ টাকার বেশি দেখানো হয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের অর্জনকালীন বর্তমান মূল্য প্রায় ৮৯ কোটি ৯৩ লাখ টাকা এবং স্ত্রীর সম্পদের মূল্য প্রায় ৭০ কোটি ৪০ লাখ টাকা। এছাড়াও তিনি বিপুল পরিমাণ স্থাবর সম্পদের বিবরণ দিয়েছেন। ২০২৫–২৬ অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন তিন কোটি ১৪ লাখ টাকার বেশি, আর তার স্ত্রী দিয়েছেন তিন কোটি টাকারও বেশি আয়কর।

অন্যদিকে, একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম পেশায় একজন আইনজীবী। হলফনামায় তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। আয়ের উৎসের ঘরে তিনি কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করেননি।

সম্পদের বিবরণে আহমেদ আযম নিজের নামে নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর নামে ১১ লাখ ৭৫ হাজার টাকা দেখিয়েছেন। ব্যাংকে তার জমা রয়েছে ছয় লাখ ২২ হাজার টাকার বেশি এবং স্ত্রীর নামে তিন লাখ ২২ হাজার টাকা। বন্ড ও শেয়ারে তার বিনিয়োগ ১১ লাখ ১৯ হাজার টাকার কিছু বেশি, স্ত্রীর ক্ষেত্রে প্রায় ১১ লাখ টাকা। স্থায়ী আমানতে তার রয়েছে ৫৪ লাখ ২৭ হাজার ৮০০ টাকা এবং স্ত্রীর নামে ৮৫ লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণালংকার হিসেবে তার রয়েছে ১৫ ভরি স্বর্ণ, যার মূল্য প্রায় ২০ লাখ টাকা; স্ত্রীর রয়েছে ২১ ভরি স্বর্ণ। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের বর্তমান মূল্য এক কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা এবং স্ত্রীর সম্পদের মূল্য এক কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা।

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে গ্রেপ্তার ৭
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬
  • ০৫ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক
  • ০৫ জানুয়ারি ২০২৬
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আজ সূর্যের আলো দেখা যাবে কিনা জানা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৫ …
  • ০৫ জানুয়ারি ২০২৬
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ০৫ জানুয়ারি ২০২৬