বাম থেকে মাচাদো ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (প্রতীকী) © সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) শেষ হয়েছে। পরীক্ষাটিতে ভেনেজুয়েলার আলোচিত বিরোধীয় দলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রশ্ন এসেছে।
প্রশ্নপত্রে এসেছিলো, ‘২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন-’। উত্তরে ৪টি অপশন দেওয়া হয়। প্রথমে রয়েছে ‘ওমর এস ইয়াসি’, তারপর ‘জন এস মার্টিনিস’। তিন নম্বর অপশনে রয়েছে ‘মারিয়া কোরিনা মাচাদো ’। শেষের অপশন ছিল ‘রিচার্ড রবসন’।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন। মাচাদো সম্প্রতি তার নোবেল পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভাগ করে নেওয়ার বা তাকে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর মাচাদো সম্প্রতি নরওয়েতে সশরীরে গিয়ে পুরস্কার গ্রহণ করেন। বর্তমানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর মাচাদো দ্রুত দেশে ফিরে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।