বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৮:০০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২১, ০৮:০০ PM
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থান ছিনিয়ে নিয়েছেন এলভিএমএইচ মোয়েট হেনেসি লুই ভুটনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট।
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রস্তুতকারী ম্যাগাজিন ফোর্বসের সর্বশেষ সংস্করণে এ তালিকা প্রকাশ করা হয়।
লুই ভুটন, সেফোরাসহ বিশ্বসেরা ৭০টি ব্র্যান্ডের তত্ত্বাবধানকারী ৭২ বছর বয়সী বার্নার্ড এর সম্পদের মূল্য বর্তমানে ১৯৯.২ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৭ লাখ কোটি টাকার সমান।
ফোর্বসের তালিকায় আরও উল্লেখ করা হয় আর্নল্টের পাঁচ সন্তানের মধ্যে ফ্রেডরিক, ডেলফিন, অ্যান্টোইন এবং আলেকজান্দ্রে এলভিএমএইচ সাম্রাজ্য দেখাশোনা করছে।
অন্যদিকে দ্বিতীয় স্থানে নেমে আসা ৫৭ বছর বয়সী জেফ বেজোসের বর্তমান সম্পদের মূল্য ১৯৪.৯ বিলিয়ন ডলার বা সাড়ে ১৬ লাখ কোটি টাকা।
এছাড়া তালিকার তৃতীয় স্থানে থাকা গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার ৫০ বছর বয়সী ইলন মাস্কের বর্তমান সম্পদের মূল্য ১৮৫.৫ বিলিয়ন ডলার বা সাড়ে ১৫ লাখ কোটি টাকা।
২০২১ সালের জানুয়ারিতে, এলভিএমএইচ আমেরিকার গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান “টিফানি অ্যান্ড কো”-এর সাথে ১৫.৮ (১ লাখ ৩৩ হাজার ৭৮৯ কোটি টাকা) বিলিয়ন ডলারের একটি চুক্তি সম্পন্ন করে, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ড অধিগ্রহণ বলে মনে করা হচ্ছে।
ফোর্বস-এর মতে, কোভিড-১৯ মহামারিতে ঘরে বসে অনলাইন কেনাকাটা জনপ্রিয়তা পাওয়ায় ২০২০ সালে আমাজনের আয় বৃদ্ধি পেয়েছিল ৩৮% বা ৩৮৬ বিলিয়ন ডলার পর্যন্ত।