বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের চিরবিদায়

দিলীপ কুমার
দিলীপ কুমার  © ফাইল ফটো

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। আজ বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভারতের মুম্বাইয়েরে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওই বর্ষীয়ান অভিনেতা। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তার।

জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে ৩০ জুন থেকে এ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন দিলীপ কুমার। মাস খানেক আগেও তাকে একবার এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল; দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন তিনি।

বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলিপ কুমারের পারিবারিক নাম মোহাম্মদ ইউসুফ খান। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন ‘আন্দাজ’, ‘আন’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘কারমা’, ‘সওদাগর’, ‘দেবদাস’ এবং ‘মুঘল-এ-আজম’সহ আরো বহু চলচ্চিত্রে।

এই অভিনেতাকে শেষবার পর্দায় দেখা গেছে ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমায়। চলতি বছরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন দিলিপ কুমার।


সর্বশেষ সংবাদ