বুদ্ধিজীবী কবরস্থানে চিরঘুমে অধ্যাপক এমাজউদ্দীন

  © সংগৃহীত

বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে সহধর্মিণী সেলিমা আহমদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এ সময় তার ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, শামীমুর রহমান শামীম, তকদির হোসেন জসিম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর নেতা মাসুদ খানসহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে জুমার নামাজের পর এমাজউদ্দীন আহমদের বাসভবন সংলগ্ন রাজধানীর কাঁটাবন এলাকার মসজিদে তার জানাজা হয়। এ সময় অধ্যাপক এমাজউদ্দীনের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে অধ্যাপক এমাজউদ্দীনকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী করবস্থানে সমাহিত করা হয়েছে। দাফন শেষে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া প্রার্থনা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে স্ট্রোক করলে অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সকাল সাতটা ৩২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।


সর্বশেষ সংবাদ