টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাঙ্কিং
কোলাজ ছবি © টিডিসি সম্পাদিত
যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে নানা ধরনের র্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এবার প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’। মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে আটটিতে স্থান হয়েছে বাংলাদেশের ৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। আজ বুধবার (২১ জানুয়ারি) টিএইচই তাদের ওয়েবসাইটে এবারের এই র্যাঙ্কিং প্রকাশ করে।
এবারের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিংয়ে দেশসেরা ৯ বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হচ্ছে-ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
এবারের এডুকেশন স্টাডিজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়; বিজনেস এন্ড ইকোনমিক্স ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং সোশ্যাল সাইন্স ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি; কম্পিউটার সাইন্স ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি); লাইফ সাইন্স ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যৌথভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দেশসেরায় স্থান হয়েছে।
আটর্স এন্ড হিউম্যানিটিজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ল ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং সাইকোলজি ইউনিভার্সিটি র্যাঙ্কিং—এই তিন ক্যাটাগরিতে দেশের কোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।
তাছাড়া ফিজিক্যাল সাইন্স ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্থান হয়েছে। অন্যদিকে, মেডিসিন ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্থান হয়েছে।
প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজনেস এন্ড ইকোনমিক্স ক্যাটাগরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের মোট ৫টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
কম্পিউটার সাইন্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে মোট ৯টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
এডুকেশন স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৩০১-৪০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের অন্যকোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।
ইঞ্জিনিয়ারিংয়ে ঢাবি দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের মোট ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
লাইফ সাইন্সে দেশের ৬টি বিশ্ববিদ্যালয় যৌথভাবে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৬০১-৮০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের স্থান রয়েছে।
মেডিসিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ঢাবি দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৩০১-৪০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের মোট ৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
ফিজিক্যাল সাইন্সে বুয়েট দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৬০১-৮০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। তাছাড়া ৬০১-৮০০তম’র মধ্যে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাবি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (নোবিপ্রবি)। এই ক্যাটাগরিতে দেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
সোশ্যাল সাইন্সে নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের ৬টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।
তাছাড়া আটর্স এন্ড হিউম্যানিটিজ, ল এবং সাইকোলজি ইউনিভার্সিটি র্যাঙ্কিং—এই তিন ক্যাটাগরিতে দেশের কোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।
এবারের র্যাঙ্কিংয়ে সোশ্যাল সাইন্স, আটর্স এন্ড হিউম্যানিটিজ এবং বিজনেস এন্ড ইকোনমিক্স—এই তিন ক্যাটাগরিতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। মেডিসিন এবং কম্পিউটার সাইন্স—এই দুই ক্যাটাগরিতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এডুকেশন এবং ল—এই দুই ক্যাটাগরিতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে। আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সাইন্স—এই দুই ক্যাটাগরিতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সাইকোলজি এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ফিজিক্যাল সাইন্স ক্যাটাগরিতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে।